ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

রোহিত-কোহলি-সূর্যের ফিফটিতে ‘১৭৯ রান’ ভারতের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ , ০২:৩৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে লড়ছে ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মা।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৯ রান তুলেছে ভারত। নীল জার্সিধারীদের পক্ষে এদিন ব্যাট হাতে রাঙিয়েছেন টপ অর্ডারের তিন তারকা ব্যাটসম্যান রোহিত, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব।

তিন ব্যাটসম্যানই ফিফটির দেখা পেয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬২ রান এসেছে কোহলির ব্যাট থেকে। ৪৪ বলে ৩ চার ও ২ ছয়ে এই রান করেছেন কোহলি।

বিজ্ঞাপন

অধিনায়ক রোহিত ৩৯ বলে ৪টি চার ও ৩ ছয়ের মারে ফিফটি ছুঁয়ে ৫২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন। চার ব্যাটিংয়ে নেমে শেষ বলে ছয় হাঁকিয়ে ফিফটি স্পর্শ করেছেন সূর্য। শেষ পর্যন্ত ২৫ বলে অপরাজিত ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সূর্য।

ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল। ৯ রান করে ডাচ পেসার মিকেরেনের বলে এলবির শিকার হয়ে ফিরেছেন। ডাচদের পক্ষে অন্য উইকেটটি পেয়েছেন ক্লাসেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |