ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

টাইগার শিবিরে যুক্ত হচ্ছে নতুন কোচ, শন টেইটসহ আলোচনায় যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৩:৩৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ফিল সিমন্সের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার টাইগার শিবিরে যুক্ত হতে যাচ্ছে নতুন বোলিং কোচ। যেখানে জোরে সরে শোনা যাচ্ছে শন টেইটের নাম।

বিজ্ঞাপন

গুঞ্জন রয়েছে সব ঠিক থাকলে এই অজি পেসার টাইগার শিবিরে যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও, জিম্বাবুয়ে সিরিজের আগে তিনি আসবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

শন টেইটের পর যে নামগুলো শোনা যাচ্ছে তারা হলেন, টাইগারদের সাবেক কোচ ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ড ও উমর গুল। এ ছাড়াও একজন ফিল্ডিং কোচও নিয়োগ করতে যাচ্ছে বিসিবি।

বিজ্ঞাপন

গত ওয়ানডে বিশ্বকাপের পর শেন ম্যাকডারমট দায়িত্ব ছাড়লে, শেষ দেড় বছর বাংলাদেশ দলের কোচিং স্টাফে কোনো ফিল্ডিং কোচ ছিল না। শুরুতে সহকারী কোচ নিক পোথাস সেই দায়িত্ব পালন করলেও, তার চাকরি ছাড়ার পর থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি সেই পদ শূন্য।

আরও পড়ুন

জানা গেছে, সেই শূন্যস্থান পূরণের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সে সাত বছর কাজ করা জেমস প্যামেন্টকে বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড। পাশাপাশি এই ইংলিশম্যান কাজ করেছিলেন যুক্তরাষ্ট্রের ফিল্ডিং কোচ হিসেবেও।

উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল থেকে মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য শিগগিরই দল ঘোষণা করবে বিসিবি। সবশেষ ২০২১ সালে দু’দল মুখোমুখি হয়েছিল টেস্টে। হারারেতে অনুষ্ঠিত সেই ম্যাচে ২২০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |