যেকোনো মূল্যে সেমিতে যেতে চায় ভারত : আফ্রিদি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ , ০২:৩৭ পিএম


ভারত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে গ্রুপ-২ এর সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে ৫ রানের জয়ে সেমির দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে ভারতীয়রা। তবে ভারতের সঙ্গে যেকোনো দলের ম্যাচই যেন এক বিতর্কের মঞ্চ! বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় নিয়েও চলেছে নানান বিতর্ক। সেই বিতর্কের রসদে এবার যোগ দিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, মাঠ যে ভেজা তা দেখাই যাচ্ছিল। আমার মনে হয়, আইসিসির ভারতের দিকে পক্ষপাত ছিল। সাবেক পাক এই তারকা অলরাউন্ডার দাবি করেছেন, ভারতকে সেমিফাইনালে নিয়ে যেতেই নাকি আম্পায়ারদের এমন সব সিদ্ধান্ত।

পাকিস্তানের সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেছেন আফ্রিদি। 

বিজ্ঞাপন

আফ্রিদি দাবি করেছেন, টিভিতেই দেখা গেছে, বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান এ বিষয়ে (ভেজা মাঠ) আম্পায়ারদের সঙ্গে কথা বলেছে। দেখাই যাচ্ছিল মাঠ ভেজা। আমার মনে হয়, আইসিসির ভারতের দিকে পক্ষপাত ছিল। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। 

আফ্রিদি আরও বলেন, ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।

সাক্ষাৎকারে সাবেক এই পাকিস্তান অধিনায়ক বলেন, আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হলেও তা থামার পরই খেলা খুব দ্রুতই শুরু করা হয়েছে। ভারত খেললে আইসিসি চাপে থাকে। কারণ, এর সঙ্গে অনেক কিছুই জড়িত।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে বাংলাদেশি ওপেনার লিটন দাসের প্রশংসাও করেন শহীদ আফ্রিদি। ‘লিটন দারুণ ও ইতিবাচক ক্রিকেট খেলেছে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে। বলে জানান সাবেক এই পাকিস্তান অধিনায়ক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission