ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আবারও কি বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশের!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ নভেম্বর ২০২২ , ০২:১০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই প্রথমবারের মতো সেমিফাইনালে চলে যেত বাংলাদেশ দল। কিন্তু বাবর আজমদের বিপক্ষে ৫ উইকেটের হারে সে আশা জলাঞ্জলি দিয়েছে সাকিব আল হাসানের দল। ইতিহাস গড়তে না পারার আক্ষেপের দিনে আরও একটি দুঃসংবাদ বাংলাদেশের জন্য।

বিজ্ঞাপন

নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের সুপার টুয়েলভে ‘গ্রুপ ২’ এর পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। ফলে আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না বাংলাদেশ! গত ৩১ মে এক বিবৃতিতে আগামী বিশ্বকাপের বাছাইপর্বের নতুন এক পদ্ধতির বিষয়টি জানায় আইসিসি।

সেখানে বলা হয়, আগামী ২০২৪ বিশ্বকাপের ২০ দল অংশগ্রহণ করবে। যার আটটি নির্ধারিত হবে চলতি বিশ্বকাপের সেরা আট দল। স্বাগতিক হিসেবে দুই দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ সরাসরি খেলবে। চলতি বিশ্বকাপের সেরা আট দলগুলো হল- ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

এর পরের দুই দল নির্ধারিত হবে ১৪ নভেম্বর। সেদিন এই দলগুলোর বাইরে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দুই দল সরাসরি খেলবে বিশ্বকাপে। তার আগে যদি বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে না পড়ে, তাহলে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে। তবে যদি পয়েন্ট তালিকায় সরে যায়, তাহলে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে খেলতে হবে টাইগারদের। 

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান নবম। আর দশ নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২১৮। তাই আবারও বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে কিনা এজন্য অপেক্ষা করতে হবে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করা পর্যন্ত। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |