ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

অ্যালকোহল নিয়ে যা বললেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ নভেম্বর ২০২২ , ১০:১১ পিএম


loading/img

আর মাত্র একদিন, এরপরই শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ২২তম আসর।

বিজ্ঞাপন

প্রায় ২৪ ঘণ্টার কম সময় বাকি থাকলেও প্রায়ই পাল্টে যাচ্ছে কাতার বিশ্বকাপের নিয়ম-নীতি। ফুটবল ভক্তদের জন্য স্টেডিয়ামের পাশেই বিয়ার কেনার সুযোগ রাখা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছে আয়োজকরা। স্টেডিয়ামে প্রবেশের পথে দর্শকরা বিয়ার কিনতে পারবেন না।

স্বাগতিকদের এমন সিদ্ধান্তের পর এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো।

বিজ্ঞাপন

তার দাবি, যেসব সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়েছে, সব কিছুই যৌথভাবে। কাতার এবং ফিফা একসঙ্গে একমত হয়েই সব কিছু করছে।

ফিফা সভাপতি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, তিন ঘণ্টা অ্যালকোহল ছাড়া আপনি সারভাইভ করতে পারবেন। ম্যাচের সময় ও আগে বিয়ার গ্রহণ না করলে কেউ মরে যাবেন না! ফ্রান্স, স্পেন ও স্কটল্যান্ডেও স্টেডিয়ামে অ্যালকোহল নিষিদ্ধ। এ রকম বিষয় নতুন কিছু নয়।

ইনফান্তিনো বলেছেন, সবাইকে সব পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হবে। একেক জনের একেক মত থাকতে পারে। আমার এক মত, আমার সন্তানের আরেকমত হতে পারে। এই বিশ্বকাপের পর অনেকের চোখ খুলবে। কাতার এবং আরব বিশ্বের প্রতি ধারণাও বদলাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |