ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

কোহলির কাছে রোনালদোই সর্বকালের সেরা

আরটিভি নিউজ

সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ , ০৭:৩৩ পিএম


loading/img
ফাইল ছবি

কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এসে মঞ্চ রাঙাতে পারেননি পর্তুগিজ মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। নকআউট পর্বে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তার দলকে। বিদায়বেলায় অশ্রুসিক্ত রোনালদোর সঙ্গে কেঁদেছিলেন তার ভক্তরাও। এমনই এক ভক্ত হলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।

বিজ্ঞাপন

সোমবার (১২ ডিসেম্বর) সকালে রোনালদোর উদ্দেশে দুটি টুইট করেন তিনি।

প্রথম টুইটে বিরাট কোহলি লিখেছেন, এই খেলা ও সারা বিশ্বের ক্রীড়া অনুরাগীদের জন্য আপনি যা করেছেন, তা কোনো ট্রফি বা শিরোপা যাচাই করতে পারে না। কোনো শিরোনাম ব্যাখ্যা করতে পারে না যে আপনি মানুষের ওপর কী প্রভাব ফেলেছেন। আপনাকে যখন খেলতে দেখি, তখন আমি ও বিশ্বের অনেক মানুষ সেটা অনুভব করি। এটা ঈশ্বর প্রদত্ত উপহার।

বিজ্ঞাপন

পরের টুইটে তিনি লিখেছেন, আপনি (ক্রিশ্চিয়ানো রোনালদো) হৃদয় উজাড় করে খেলেন। কঠিন পরিশ্রম ও যেকোনো খেলোয়াড়ের কাছে আপনি অনুপ্রেরণা। আপনিই আমার কাছে সর্বকালের সেরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |