ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের স্বপ্ন নিয়ে খেলছেন শ্রেয়াস-অশ্বিন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

রোববার, ২৫ ডিসেম্বর ২০২২ , ১০:৫৭ এএম


loading/img
ছবি-সংগৃহীত

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন নিয়ে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। দুই স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ সকালে তিন উইকেট তুলে নিয়ে সেই স্বপ্নের বিস্তার ঘটিয়েছেন আরও।

বিজ্ঞাপন

তবে অষ্টম উইকেট জুটিতে শ্রেয়াস আইয়ার এবং রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশের জয়ের স্বপ্ন নিয়ে খেলছেন। এই দুই ব্যাটসম্যান অষ্টম উইকেট জুটিতে তুলেছেন ৪৬ রান, যা ভারতের দ্বিতীয় ইনিংসের মধ্যে সর্বোচ্চ রানের জুটি।

এই জুটির কল্যাণে জয়ের পাল্লা ভারী হচ্ছে ভারতের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১২০ রান। জিততে হলে ভারতের প্রয়োজন আর মাত্র ২৫ রান। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট।

বিজ্ঞাপন

এই উইকেট জুটিতে রান বাড়াতে অবশ্য কিছুটা ভাগ্যেরও সহায়তা পেয়েছে ভারতীয়রা। দলটির ব্যাটসম্যান অশ্বিন ক্যাচ আউট থেকে বেঁচে গেছেন মুমিনুল হকের বদান্যতায়। শ্রেয়াস ২৭ এবং অশ্বিন ২০ রান নিয়ে অপরাজিত আছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |