বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের খেলা আগামীকাল শুক্রবার (৬ জানুয়ারি) থেকে মাঠে গড়াচ্ছে, যা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই টুর্নামেন্টকে সামনে রেখে এবারের বিপিএলের স্পন্সরের নাম ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে বিপিএলের নবম আসরের টাইটেল স্পন্সর হিসেবে ইস্পাহানি ও পাওয়ার্ড বাই মিনিস্টার গ্রুপ হিসেবে নাম ঘোষণা করা হয়।
এবারের বিপিএলে অংশ নিতে যাচ্ছে ৭ ফ্রাঞ্চাইজি। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- ঢাকা ডমেনটর্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স।
বিপিএলের নবম আসরের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। যেখানে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স দুপুর ২টা ৩০ মিনিটে মুখোমুখি হবে। এর পরের ম্যাচে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।