বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরের শিরোপার লড়াই শুরু হচ্ছে আজ শুক্রবার (৬ জানুয়ারি)। সাত দলের এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিসিবি তথা বিপিএল গভর্নিং কাউন্সিলকে নিয়ে বিতর্ক থাকলেও এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে আয়োজকরা।
এবারই প্রথমবারের মতো টিভি চ্যানেলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে বিপিএল সরাসরি সম্প্রচার করা হবে। যা বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে সরাসরি দেখা যাবে। এবারের আসরটি বাংলাদেশি চ্যানেল নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম দারাজ ম্যাচগুলো সরাসরি দেখাবে।
আরও পড়ুন- মোবাইলে বিপিএল বিনামূল্যে দেখবেন যেভাবে
প্রতিবেশি ভারতের ডিসকভারি টিভি চ্যানেলের সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম ফ্যান কোড প্লাসে খেলা দেখা যাবে। শ্রীলংকায় ইউরো স্পোর্টস এবং ওটিটি প্ল্যাটফর্ম দারাজ লাইভে সরাসরি সম্প্রচার করবে বিপিএল। নেপাল এবং মালদ্বীপে ইউরো স্পোর্টস এবং ওটিটি প্ল্যাটফর্ম টোয়েন্টি সেভেন্থস স্পোর্টস ডটকম, পাকিস্তানে জিও টিভি এবং পিটিভিতেও দেখা যাবে বিপিএলের নবম আসর।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ইএসপিএন, ইউএই, কাতার এবং ওমানে সিনেব্লিটজ আইএম এইচডি, ওয়েস্ট ইন্ডিজে স্পোর্টস ম্যাক্স টিভি, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, আফ্রিকার ক্রিকেট ভক্তরা ওটিটি প্ল্যাটফর্ম এবং আইসিসি টিভিতে বিপিএল দেখতে পারবেন।
আরও পড়ুন- এক টিকিটে দুই খেলা দেখাবে বিপিএল
উল্লেখ্য, বিপিএল টুর্নামেন্টের নবম আসরে এবার অংশ নিচ্ছে সাতটি দল। আজ থেকে শুরু হয়ে বিপিএলের এবারের আসর চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- ঢাকা ডমেনটর্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স।