ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বিপিএলে পাকিস্তানি রহস্যময় লেগস্পিনার আবরার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ , ১০:৩৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আবুধাবিতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে বিপিএল ছেড়ে গেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিন বিদেশি ক্রিকেটার ডেভিড মালান, মোহাম্মদ নবি ও ফজলহক ফারুকি। তাদের চলে যাওয়ায় কিছুটা হতাশ হয়েছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ভক্ত-সমর্থকরা। তবে এরই মাঝে দর্শকদের জন্য সুখবর দিল ফ্রাঞ্চাইজিটি। চট্টগ্রামে দলের সাথে যোগ দিয়েছেন পাকিস্তানের রহস্যময় লেগস্পিনার আবরার আহমেদ।

বিজ্ঞাপন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াডে পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদ, পেসার হাসান আলি ও ক্যারিবীয় ব্যাটার চ্যাডউইক ওয়ালটনের বাংলাদেশে আসার কথা ছিল। তবে সেই তিনজনের দুজন, আবরার ও ওয়ালটন বাংলাদেশে চলে এসেছেন।


আজ বুধবার (১১ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্স মিডিয়া ম্যানেজার সোহান উজ্জামান খান নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন। এই দুই বিদেশি এরই মধ্যে চট্টগ্রামে দলের সঙ্গে মিলিত হয়েছেন।

বিজ্ঞাপন

২৪ বছর বয়সী আবরার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে খেলেছেন। এবারই প্রথম বিপিএলে মাঠে নামবেন তিনি, তাও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

এক ভিডিও বার্তায় আবরার আহমেদ বললেন, ‘আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে যোগ দিতে পেরে খুব রোমাঞ্চিত।’

গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই বাজিমাত করেছেন রহস্যময় স্পিনার আবরার। নিজের প্রথম ইনিংসে একাই দখল করেন ৭টি উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও চার উইকেট তুলে নিয়ে অভিষেক টেস্টে ১১ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান আবরার।  

বিজ্ঞাপন

এরপর খেলেছেন আরও ৩ টেস্ট। সবমিলিয়ে এখন আবরারের ঝুলিতে ২৮ উইকেট। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে তার গুগলি আর লেগব্রেক দেখার অপেক্ষায় ফ্যানরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |