ঢাকাসোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

বিশ্ব রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারালো ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ , ১২:১৩ এএম


loading/img
ছবি সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। শ্রীলঙ্কাকে ৩২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এ রেকর্ড গড়ে দলটি।

বিজ্ঞাপন

এর আগে ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪০২ রান করে ২৯০ রানে ব্যবধান জয় পেয়েছিল নিউজিল্যান্ড। এটাই ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ রানে জয়ের বিশ্ব রেকর্ড। 

রোববার (১৫ জানুয়ারি) তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৯০ রানের পাহাড় গড়ে ভারত।

বিজ্ঞাপন

দলের হয়ে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি। তিনি ১১০ বলে ১৩টি চার ও ৮টি ছক্কার মাধ্যমে ১৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৯৭ বলে ১১৬ রান করেন শুভমান গিল। ৪৯ বলে ৪২ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ৩২ বলে ৩৮ রান করেন শ্রেয়াস আইয়ার।

টার্গেট তাড়া করতে গিয়ে মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামির গতি আর কুলদীপ যাদবের স্পিনে ধরাশায়ী হয়ে ২২ ওভারে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের পক্ষে ৪ উইকেট নেন সিরাজ। দুটি করে উইকেট নেন শামি ও কুলদীপ।

শ্রীলঙ্কাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল ভারত। ভারত সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় শ্রীলঙ্কা। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |