ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

যে কারণে মাশরাফীতে মুগ্ধ ইমাদ ওয়াসিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ , ১২:৩৮ এএম


loading/img
ছবি সংগৃহীত

মাশরাফী বিন মোর্ত্তজার অধিনায়কত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে সবগুলোতেই জিতে রীতিমত উড়ছে সিলেট স্ট্রাইকার্স। 

বিজ্ঞাপন

সোমবার (১৬ জানুয়ারি) ঢাকা ডমিনেটর্সকে ৫ ‍উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নেয় সিলেট। 

মাশরাফীর অধিনায়কত্বে মুগ্ধ দলের প্রতিটি খেলোয়াড়। এবার মুগ্ধতার কথা জানালেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

বিজ্ঞাপন

ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানালেন সেই মুগ্ধতার কথা। ইমাদ ওয়াসিম বলেন, মাশরাফী বাংলাদেশের হয়ে ২০ বছর খেলেছেন। তার কাছ থেকে আর কিছুই চাওয়ার থাকতে পারে না। তিনি ক্রিকেটের কিংবদন্তি। তিনি একজন অসাধারণ নেতা ও চমৎকার মানুষ। তিনি ২০০০ সাল থেকে খেলছেন তাই জানেন ক্রিকেটের উঠা-নামা। তিনি কতটা ভাল তা প্রকাশ করার মত যথেষ্ট শব্দ আমার কাছে নেই।  

তিনি বলেন, তার প্রতি আমার সম্মান অসীম। তাকে বড় ভাইয়ের মত সম্মান করি। অভিভাবক হিসেবে তিনি যা বলেন তাই আমরা অনুসরণ করি। খেলাটাকে তিনি খুব উপভোগ করেন। আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে সেরা মানুষদের একজন তিনি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |