• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানি তারকা ইমাদ ওয়াসিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২৪, ২১:৫৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবারও আবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। চলতি বছরের মার্চে অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তিনি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় নিজেই এই ঘোষণা দিয়েছেন ইমাদ। তিনি লিখেছেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানকে বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করা আমার জীবনের বড় গর্বের বিষয় এবং প্রতিবারই সবুজ জার্সি গায়ে জড়ানোর অনুভূতি চিরস্মরণীয়।’

টি-টোয়েন্টির বিশ্বকাপের সেই আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। এরপর স্কোয়াডে আর তিনি ডাক পাননি। ফলে আবারও বিদায়ের পথেই হাঁটলেন ৩৫ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার।

যোগাযোগমাধ্যম এক্স-এ অবশ্য লিখেছেন, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন তিনি। পাকিস্তানের হয়ে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমাদ বলেন, ‘যখন এই অধ্যায় সমাপ্তির সময় এসেছে, আমি আমার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে মনোযোগী হতে চাই। যেখানে ভিন্ন পন্থায় আপনাদের বিনোদিত করতে পারব বলে প্রত্যাশা করছি।’

এরআগে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমাদ। গত বছরের পিএসএলে দুর্দান্ত পারফর্ম করায় পিসিবির আগ্রহে তিনি আবারও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে তোলেন। যেখানে গ্রুপপর্বের ৪ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ খেলেন ইমাদ।

পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বল এই নক্ষত্র জাতীয় দলের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলেছিলেন ইমাদ। ৫৫ ওয়ানডেতে তার উইকেট শিকার ৪৪টি। পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তার। ৭৫টি টি-টোয়েন্টিতে ৭৩টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৫৫৪ রান। এছাড়া ২০১৭ সালে পাকিস্তানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা। ২০১৬ ও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপও খেলেছিলেন ইমাদ।

আরটিভি/এমএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বোলারদের তুলোধোনার ম্যাচে হারল পাকিস্তান, সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের সঙ্গে চীন-পাকিস্তানের মতো সম্পর্ক চায় না ভারত: জয়শঙ্কর
পাকিস্তান টেস্ট দলের দায়িত্বেও আকিব জাবেদ