• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

আফিফের ব্যাট পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তানি তরুণ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৩, ২১:৩৪
আফিফের ব্যাট পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তানি তরুণ ক্রিকেটার
ছবি- সংগৃহীত

খাজা নাফে, পাকিস্তানের এই উঠতি তরুণ ক্রিকেটার এখনও ক্রিকেট পাড়ায় বড্ড অখ্যাত। পরিসংখ্যানের হিসাব খুঁজতে গেলে খাজা নাফেকে এখনও পাওয়া যায় না হাতড়িয়ে। ইএসপিএনক্রিকইনফোতে যে ১ ম্যাচের হিসাব পাওয়া গেছে সেটিও বিপিএলের মঞ্চে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামার কল্যাণে।

কাশ্মীরের এই ক্রিকেটার প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এসেছেন বিপিএলের মঞ্চে। ক্রিকেট পাড়ায় এই ক্রিকেটার পায়ের জমিন শক্ত করতে না পারায় এখনও ক্রিকেট সারঞ্জামও খুব বেশি দামি নাই। বিপিএলের মঞ্চে এসে অনুশীলন করতে গিয়ে ভেঙে যায় এই ক্রিকেটারের ব্যাট।

তখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তারকা ক্রিকেটার আফিফ হোসেনের কাছ থেকে একটা ব্যাট চায় নাফে। আফিফও হতাশ করেননি এই উদীয়মান তারকা ক্রিকেটারকে। নিজের একটা ব্যাট নাফেকে উপহার দিয়েছেন আফিফ। বড় ভাইয়ের ব্যাট পেয়ে উচ্ছ্বসিত নাফে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফেসবুক পেইজে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন এই পাকিস্তানের ক্রিকেটার। এক ভিডিওবার্তায় নাফে আফিফের দেওয়া ব্যাট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,

‘হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাফে বলছি। আমার হাতে আপনারা যে ব্যাট দেখছেন, এটা আফিফ ভাইয়ের। আমি আফিফ ভাইকে বলেছিলাম, আমার কাছে ভালো কোনো ব্যাট নেই।

এটা শুনে আফিফ ভাই আমাকে এই ব্যাট দিয়ে দিয়েছে। তিনি আমাকে এই ব্যাটটি গিফট করেছেন। আমি আফিফ ভাইকে অনেক ধনযবাদ জানাচ্ছি। লাভ ইউ বাংলাদেশ। লাভ ইউ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে
দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা
জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, ক্ষুব্ধ পিসিবি
হতাশ হলে এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা: তাসকিন