বাংলাদেশের ঘরোয়া ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা রয়েছে বসুন্ধরা গ্রুপের। দেশের ফুটবলে পুরুষ ও নারী উভয় জায়গায় তাদের ফুটবল দল রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে উভয় দলই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। এবার তারা যুক্ত হলো সাবিনা খাতুনের নেতৃত্বে থাকা জাতীয় নারী দলের সঙ্গে।
আগামী ২০২৫ সাল পর্যন্ত নারী ফুটবলের পৃষ্ঠপোষকতা করবে বসুন্ধরা গ্রুপ। এ সময় ঘরোয়া পর্যায়ে নারীদের প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি বয়সভিত্তিক সিনিয়র দলের ম্যাচ খেলার খরচও বহন করবে বসুন্ধরা।
আরও পড়ুন : আমন্ত্রণ পেয়েও সিঙ্গাপুরে যাওয়া হচ্ছে না বাংলাদেশের
এই উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বাসভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানটি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফের দুই সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহী, ইমরুল হাসানসহ আরো অনেকে।
আরও পড়ুন : ব্রাজিলের ক্লাবে ডাক পাওয়া নাজমুলের পাশে ক্রীড়া মন্ত্রণালয়
উল্লেখ্য, বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে আগে থেকেই রয়েছে ঢাকা ব্যাংক। বসুন্ধরার পাশাপাশি ঢাকা ব্যাংকও থাকবে সাবিনাদের সঙ্গে।