ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ দলের নতুন হোম জার্সি উন্মোচন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ০১:০৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এরমধ্যে চমক রেখে হোম জার্সিও উন্মোচন করেছে কিট স্পন্সর ‘দৌড়’। বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ তথ্য জানিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে কিট স্পনসর হিসেবে চুক্তি করে প্রতিষ্ঠানটি। যাত্রার শুরুতে ‘দৌড়’ প্রকাশ করেছিল দেশের প্রথম অ্যাওয়ে জার্সি, এবার এল নতুন হোম জার্সি। 

বিজ্ঞাপন

BFF

জামাল ভূঁইয়া, তপু বর্মন ও তারিকদের জার্সি পরিহিত একটি প্রমোশনাল ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে জার্সি উন্মোচনের ঘোষণা দেয় ‘দৌড়’। গত মাসে অ্যাওয়ে জার্সি প্রকাশ করে ‘দৌড়’। যেটি ছিল লাল রঙের। আর এবার হোম জার্সি করা হয়েছে সাদা রঙের।জার্সির সামনের ও পেছনের অংশজুড়ে রয়েছে সাদা রং, কাঁধে সবুজ এবং ডিজাইনের বাউন্ডারিতে লাল রঙের ব্যবহার। ‘ভি’ আকৃতির কলার ও হাতার নিচের দিকে বাংলাদেশের জাতীয় পতাকার অনুপ্রেরণায় ডিজাইন করা হয়েছে। নতুনত্ব এসেছে কাঁধের ডিজাইনেও। শোল্ডারের ডিজাইনেও আনা হয়েছে ভিন্নতা। সমর্থকরা চাইলে ‘দৌড়ের’ ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন জার্সিটি। যার মূল্য ধরা হয়েছে ১৩৯৯ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে ‘দৌড়’ জানায়, এটি শুধুমাত্র একটি পোশাক নয়, এটি একটি আবেগ, একটি সম্মিলিত স্বপ্নের প্রতীক। আপনি যেখানে থাকুন না কেন, এই জার্সি গায়ে মানেই আপনি সেই স্বপ্নের অংশ।

আরও পড়ুন

আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |