পুরো ম্যাচজুড়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যামের মধ্যে। কিন্তু ম্যাচ শেষে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে টটেনহ্যাম হটস্পার। দলটির জয়ের দিনে রেকর্ড গড়েছেন হ্যারি কেইন।
রোববার (৫ ফেব্রুয়ারি) স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। শেষের কয়েকমিনিট অবশ্য ১০ জন নিয়ে খেলেছে তারা।
ম্যাচের একমাত্র গোলটি করেছেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। এই গোলের মধ্য দিয়ে জিমি গ্রিভসকে (২৬৬) ছাড়িয়ে গেলেন তিনি। টটেনহ্যামের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন কেইনের দখলে। তার গোল সংখ্যা ২৬৭টি। একই সঙ্গে তিনি অ্যালান শিয়েরার (২৬০) ও ওয়েইন রুনির পর প্রিমিয়ার লিগে ২০০ গোলের মাইলফলক ছুঁলেন।
এই আসরে টটেনহ্যামকে প্রথম দেখায় ৪-২ গোলে জিতেছিল সিটি। দ্বিতীয় দেখায় মুখোমুখি হলো হারের। এই নিয়ে টানা চারটি অ্যাওয়ে ম্যাচ হেরেছে দলটি।
মাঠের আধিপত্যে সিটি কিছুটা এগিয়ে থাকলেও প্রথম সুযোগ কিন্তু টটেনহ্যামই পেয়েছে। আর তা পেয়েই কাজে লাগিয়েছে দলটি। সিটির রক্ষণভাগের দুর্বলতার সুযোগে পিয়া-এমিল হয়বিয়ার বাড়ানো বলে কেইন গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডান পায়ের শটে গোলটি করেন।
খেলার ৪০ মিনিটে প্রথম সুযোগ পেলেও প্রতিপক্ষের গোলরক্ষকের দক্ষতায় ব্যর্থ হন সিটির হুলিয়ান আলভারেস।
এরপর পুরো খেলায় দুই দলই সুযোগ পেয়েছিল কিন্তু সেগুলো গোল পর্যন্ত গড়ায়নি।
নির্ধারিত সময়ের তিন মিনিট আগে জ্যাক গ্রিলিশকে ফাউল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।
২১ ম্যাচে চতূর্থ হারের মাধ্যমে সিটি ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
এদিকে, ২২ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে পঞ্চম স্থানে।