ফুটবল মাঠে দীর্ঘদিন ধরেই বর্ণবাদের শিকার হয়ে আসছেন অনেক ফুটবলার। এটি প্রতিরোধ করতে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা থেকে রেহাই পায়নি ফুটবলাররা। কিছুদিন আগেই মাঠে বর্ণবাদের শিকার হয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড আবারও বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন।খবর রয়টার্সের
গতরাতে মায়োর্কার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ এক ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়াস। মায়োর্কার ঘরের মাঠে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হেরে যায় রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিল লস ব্লাঙ্কোসরা। তবে সহজ সুযোগ মিস করে বসেন মার্কো অ্যাসেনসিও।
এতে লা লিগার পয়েন্ট তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে অনেকটা পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫। অন্যদিকে সমান ম্যাচে ১৭ জয় ও দুই ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৩।
ডিএজেডএন নামে একটি ভিডিও স্ট্রিমিং সার্ভিস কোম্পানির পোস্টকৃত একটি ভিডিওতে দেখা যায়, রিয়াল মাদ্রিদের পরাজয়ের ম্যাচে মায়োর্কার ভক্তরা ভিনিসিয়াসকে ‘বানর’ বলে ডাকছেন।
তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি মায়োর্কা ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু ক্লাবটির ম্যানেজার জাভিয়ের আগুইরের কাছে এমন অভিযোগ করা হলে তিনি সরাসরি অস্বীকার করেছেন।
মায়োর্কার মাঠে এদিন ১০ বার ফাউলের শিকার হন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৭৯ বার ফাউলের শিকার হয়েছেন ভিনিসিয়াস। যা ইউরোপিয়ান ৭ সেরা লিগের মধ্যে সর্বোচ্চ। ৫৯ ফাউলের শিকার হয়ে তার ঠিক পরের অবস্থানে রয়েছেন স্বদেশি নেইমার জুনিয়র।
এর আগেও তিনবার বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ২০২১ সালের নভেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠে প্রথম এমন ঘটনার সম্মুখীন হন ভিনি। গতবছর সেপ্টেম্বর মাসে অ্যাতলেটিকো মাদ্রিদ এবং ডিসেম্বরে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে তাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করা হয়েছিল।