ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ধর্ষণ অভিযোগ-গ্রেপ্তার-জামিন শেষে উইকেটের কান্না লামিচানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০২:৫৪ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

গত বছরের সেপ্টেম্বরের দিকে বিগ ব্যাশ লিগে খেলার সময় বিতর্কিত কারণে আচমকাই গণমাধ্যমের শিরোনাম হন নেপাল ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সন্দ্বীপ লামিচানে। এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ ওঠে সংখ্যালঘু এক মেয়েকে ধর্ষণের।

বিজ্ঞাপন

শুরু থেকে এই অভিযোগ অস্বীকার করে যাওয়া লামিচানের ক্রিকেট ক্যারিয়ারটাই যেন টালমাটাল হয়ে পড়ে সেই ঘটনার পরে। জাতীয় দল থেকে নিষিদ্ধ করা হয় এই লেগ স্পিনারকে। দেশে ফিরতেই গ্রেপ্তারের মতো ন্যাক্কারজনক পরিস্থিতির শিকার হন।

কিন্তু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ বারবার অস্বীকার করেন লামিচানে। অবশেষে জামিনও মেলে নেপালের এই তারকা ক্রিকেটারের। সবকিছু ছাপিয়ে সদ্যই আবার জাতীয় দলে ডাক পান এই তারকা লেগ স্পিনার।

বিজ্ঞাপন

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে উঠতে দ্বিতীয় লিগে লড়ছে নেপাল। সেখানে দলের সেরা তারকাকে এনেছে টিম ম্যানেজমেন্ট। লামিচানেও দিয়েছেন আস্থার প্রতিদান।

ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার, জামিন সব চাপকে একপাশে রেখে আজ (১৪ ফেব্রুয়ারি) নামিবিয়ার বিপক্ষে নেপালের জার্সিতে আবারও মাঠে নামেন এই তারকা লেগ স্পিনার। আর মাঠে নেমেই দ্বিতীয় বলেই উইকেট শিকার করেছেন এই বোলার।

বিজ্ঞাপন

ছবি: উইকেট শিকার করে কান্নায় ভেঙে পড়েছেন লামিচানে

সেপ্টেম্বর থেকে দীর্ঘ ছয় মাসের বয়ে চলা লামিচানের দুঃখ-অভিমান যেন চোখের জল হয়ে গড়িয়ে পড়লো সেই উইকেট শিকারের পর। নামিবিয়ার কার্ল বিরকেনস্টককে বোল্ড করে ফিরিয়ে মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন লামিচানে।

এই সময় সতীর্থদের পাশে পেয়েছেন এই তারকা ক্রিকেটার। সতীর্থদের উৎসাহ এবং সব কষ্টকে শক্তিতে পরিণত করে ম্যাচে নামিবিয়ার বিপক্ষে নেপালের দ্বিতীয় সফল বোলারও এই তারকা লেগ স্পিনার। জাতীয় দলের জার্সিতে ফিরেই নিয়েছেন ৬৬ রানের বিনিময়ে ৩ উইকেট।

নামিবিয়ার বিপক্ষে ম্যাচটিতে জয়ের লক্ষ্যে লড়ছে নেপাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নামিবিয়ার দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল তুলেছে ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭০ রান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |