ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

র‌্যাশফোর্ডের জোড়া গোলে মানইউর দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ০৩:০৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগে দারুণে ফর্মে আছেন মার্কাস র‌্যাশফোর্ড। প্রায় প্রতিম্যাচেই যেমন গোল করছেন তেমনি সতীর্থদের গোলে সহায়তা করছেন। লেস্টার সিটির বিপক্ষে তারই করা জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেড শীর্ষ চারে নিজেদের অবস্থান আরও দৃঢ় করলো। 

বিজ্ঞাপন

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে লেস্টারকে উড়িয়ে দিয়েছে এরিক টেন হাগের দল। ম্যাচের তৃতীয় গোলটি করেছেন জেডন সানচো। 

পুরো ম্যাচ ছিল টানটান উত্তেজনায় ভরপুর। দু’দলই সমান সুযোগ পেয়েছে। কিন্তু লেস্টার সিটির ফিনিশিংয়ের দুর্বলতায় ম্যাচ জিতে নিয়েছে ম্যানইউ। 

বিজ্ঞাপন

খেলার প্রথম ২০ মিনিট তো লেস্টারের খেলোয়াড়দের দখলে ছিল মাঠ। কিন্তু দলটির একের পর এক চেষ্টা ব্যর্থ করে দিয়ে গোল হতে দেননি ম্যানইউর গোলরক্ষক ডেভিড দে হেয়া।

ম্যাচের ২৫ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের পাসে ডিবক্সে কোনাকুনি শটে গোল করেন র‌্যাশফোর্ড। লিগে এ নিয়ে তিনি পাঁচটি গোল করলেন। 

খেলার ৫৬ মিনিটে ফ্রেদের থ্রু থেকে বল ধরে আবারও কোনাকুনি শটে আসরে নিজের চতুর্দশ গোলটি করেন র‌্যাশফোর্ড। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে র‌্যাশেফোর্ড ২৪টি গোল করলেন। 

বিজ্ঞাপন

এর পাঁচ মিনিটের মাথায় ফের্নান্দেসের পাস থেকে ডান পায়ের শটে গোল করেন বদলি নামা খেলোয়াড় ইংলিশ ফরোয়ার্ড সানচো। 

বাকি খেলায় দু’দলই সুযোগ পেয়েছে কিন্তু তা গোল পর্যন্ত গড়ায়নি। 

২৪ ম্যাচে ১৫ জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ‍তৃতীয় অবস্থানে আছে ম্যানইউ। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে শীর্ষে আছে আর্সেনাল। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |