ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:২৫ এএম


loading/img
ছবি : সংগৃহীত

সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড দল।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় ইংলিশরা। 

এবারের সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে সফরকারীরা। আগামী ১ ও ৩ মার্চ মিরপুরে হবে সিরিজের প্রথম দুইটি ওয়ানডে। এ ছাড়া ৬ মার্চ চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ম্যাচ। 

বিজ্ঞাপন

অন্যদিকে একই ভেন্যুতে ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি টোয়েন্টি। এরপর ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও দুই দলই এরই মধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি  খেলার যোগ্যতা অর্জন করেছে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে মাঠে গড়াবে। আর টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ বেলা ৩টা থেকে শুরু হবে।  ইতোমধ্যে উভয় দলই দল ঘোষণা করেছে। তবে টাইগাররা এখনও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল দেয়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |