ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

চেলসির হারিয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙলো টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:২৬ এএম


loading/img

ম্যাচে চেলসির খেলা দেখে মনে হচ্ছিলো, তারা যেন খেই হারিয়ে ফেলেছে।  গ্রাহাম পটারের চেলসি সামাল দিতে পারেনি টটেনহ্যাম হটস্পারকে। অন্যদিকে, চেলসির বিপক্ষে ব্যর্থতার বৃত্ত ভেঙে ম্যাচটি নিজেদের করে নিয়েছে আান্তোনিও কন্তের দল। 

বিজ্ঞাপন

রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে টটেনহ্যাম ২-০ গোলে হারিয়েছে চেলসিকে। 

এই জয়ের মধ্য দিয়ে ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চতূর্থ স্থানে আছে টটেনহ্যাম। এক ম্যাচ কম খেলে চেলসি ৩১ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

বিজ্ঞাপন

প্রথমার্ধে দুয়েকটি সুযোগ পেলেও সেগুলো গোলে পরিণত করতে পারেনি ব্লুজরা। গোল তো দিতেই পারেনি বরং একটি ফাউলকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির জেরে লাল কার্ড দেখেন চেলসির হাকিম জিয়াশ। পরে ভিআর দেখে সিদ্ধান্ত পাল্টে হলুদ কার্ড করেন রেফারি। অন্যদিকে, আরেকটি হলুদ কার্ড দেখানো হয় ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসনকে। 

এরপরপরই অলিভার স্কিপের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। 

খেলার ৮২ মিনিটে কর্নার থেকে এরিক দিয়েরের ফ্লিক হেডে বল পেয়ে আলতো টোকায় চেলসির জালে বল জড়ান ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। এরপর আর এই ব্যবধান কমাতে পারেনি চেলসি। 

বিজ্ঞাপন

লিগে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |