• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ক্রিকেটারের স্ত্রীকে নিয়ে মন্তব্য করে বিপাকে ধারাভাষ্যকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মার্চ ২০২৩, ২১:৩৩
ক্রিকেটারের স্ত্রীকে নিয়ে মন্তব্য করে বিপাকে ধারাভাষ্যকার
ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে এই মুহূর্তে ধারাভাষ্য দিচ্ছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল। অধিকাংশ ক্রিকেটপ্রেমীর কাছে তিনি ক্রিকেটপণ্ডিত হিসেবেই অভিহিত। পিএসএলের এক ম্যাচে পাকিস্তানের ওপেনার বাবর আজমের সমালোচনা করে শিরোনামে এসেছিলেন সাবেক এই ব্ল্যাক-ক্যাপস। আবারও শিরোনামে সাবেক এই কিউই ক্রিকেটার। এবার অবশ্য কিছুটা ভিন্ন কারণে।

পাকিস্তানি বোলার হাসান আলির স্ত্রী সামিয়া আরজুর অপরূপ সৌন্দর্যে মন্তব্য করেই শিরোনামে তিনি। মঙ্গলবার (৭ মার্চ) রাওয়ালপিন্ডিতে পিএসএলে মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচের লাইভ কমেন্ট্রিতেই আরজুর সৌন্দর্য নিয়ে মন্তব্য করেন এই কিউই।

এই ম্যাচে ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক বল হাতে রেখেই ২ উইকেটে জয় তুলে নেয় ইউনাইটেড। রুদ্ধশ্বাস এই জয়ের পর উচ্ছ্বাসে মেতে ওঠে ডাগআউটে থাকা ইসলামাবাদের খেলোয়াড়রা। ডাগআউট ও সমর্থকদের দেখানোর একপর্যায়ে হাসান আলির স্ত্রী সামিয়া আরজুকেও দেখানো হয়। সামিয়া তখন ইসলামাবাদের জার্সিই পরেছিলেন।

তাকে (সামিয়া) দেখেই ডুল বলেন, উনি জিতে নিয়েছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, বেশ কয়েক জনের হৃদয়ও জিতে নিয়েছেন তিনি। দুর্দান্ত, অপূর্ব! চমকে দেওয়ার মতো এই জয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক মুহূর্তেই ভাইরাল হয় ডুলের এমন মন্তব্য। তবে নেটিজেনদের দাবি, তার (ডুল) এমন মন্তব্য কোনোভাবেই শুধুই প্রশংসা নয়। সামিয়ার প্রতি তিনি অশালীন ইঙ্গিত করেছেন। আবার অনেকের দাবি, ডুলের মন্তব্যের মধ্যে একপ্রকার লালসা রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে হরিয়ানার মেয়ে সামিয়া আরজুকে বিয়ে করেন হাসান আলি। সামিয়া পেশায় একটি এয়ারলাইন্সের ফ্লাইট ইঞ্জিনিয়ার। এক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ে নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল।

অন্যদিকে ১৯৯২ সালে নিউজিল্যান্ড জাতীয় দলে অভিষেক হওয়া ডুল ৩২টি টেস্ট ও ৪২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এ ছাড়া ২০০০ সালে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই ক্রিকেটার ১৩৪টি উইকেট নিয়েছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিএসএলে বিদেশি খেলোয়াড় টানতে অভিনব উদ্যোগ পিসিবির
হতাশ হলে এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা: তাসকিন
দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের
পিএসএল থেকে যত টাকা আয় করবেন লিটন, নাহিদ ও রিশাদ