ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে রনি তালুকদার

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ , ০৮:১১ পিএম


loading/img

ইংল্যান্ডে পর আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। সফরের শুরুতে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে টাইগাররা। সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ মার্চ। 

বিজ্ঞাপন

এজন্য তামিম ইকবালকে অধিনায়ক করে প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। তবে বৃহস্পতিবার ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়ে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়ানডে দলে প্রথম ডাক পাওয়া জাকির হাসান। 

জাকিরের আকস্মিক বিদায়ে ওয়ানডে দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরা রনি তালুকদার। আট বছর পর দলে ফেরা রনি প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেলেন।   

বিজ্ঞাপন

ওয়ানডে দলে না থাকায় সদ্য শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে খেলছিলেন রনি। আজ মোহামেডানের হয়ে ৬১ বলে ৮০ রানের ঝোড়ো এক ইনিংসও খেলেছেন তিনি। এমন পারফরম্যান্স দেখানোয় নির্বাচকরা জাকিরের অনুপস্থিতিতে ওয়ানডে দলে রনির কথাই ভাবতে বাধ্য হয়েছেন।

এদিকে জানা গেছে, জাকিরের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে এক্স-রে করানো হচ্ছে। এই ধরণের চোট থেকে সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। সেক্ষেত্রে সাদা বলের সিরিজে আর খেলা হচ্ছে না তার। তবে এপ্রিলের শুরুতে একমাত্র টেস্টে দলে ফিরতে পারেন জাকির। 

ক্যারিয়ারে দুটি টেস্টের সঙ্গে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এ ব্যাটসম্যান। সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড ও ফাইনাল ম্যাচে খেলা হয়নি জাকিরের। 

বিজ্ঞাপন

তবে সেই চোট থেকেই সুস্থ হয়ে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে দুপুরে দলের সঙ্গে ব্যাটিং অনুশীলনের সময় জাকির হাতে চোট পান।

বিজ্ঞাপন

এদিকে টাইগার দলের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও বেশ অসুস্থ। তিনি গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছেন। তবে দলের সঙ্গে আজ তিনি সিলেট পৌঁছেছেন। 

এদিকে বিসিবি সূত্র জানিয়েছে, অসুস্থতা থাকলেও আগামী ১৮ মার্চ শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই তামিমকে পাওয়া যাবে।

আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়।

এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। যা শুরু হবে দুপুর দুইটায়। এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দলঃ তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং রনি তালুকদার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |