জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে দারুণ শুরু করেছিলেন পাকিস্তানি ব্যাটার আবদুল্লাহ শফিক। অভিষেকে ৪ চার ও এক ছক্কায় ৪১ রানের নৈপুণ্যে সাজানো ইনিংস খেলেন তিনি। এরপর আরও ৪টি ম্যাচ খেলেছেন দ্য গ্রিন ম্যানদের এই ব্যাটার, আর এতেই তিনি গড়েছেন লজ্জার এক রেকর্ড। ক্যারিয়ারের ৫ ম্যাচে প্রথম ম্যাচে ৪১ রান করলেও ব্যক্তিগত সংগ্রহে এখনও মোট রানে আর কোনো রান যোগ হয়নি তার। পরপর চার ম্যাচে শূন্য রানে আউট হয়ে লজ্জার এই রেকর্ড গড়েছেন শফিক।
তবে কেবল ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেই না, সব ফরম্যাট মিলিয়েই টানা চার ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নের ফেরার কীর্তি গড়েছেন শফিক। এর আগে ওয়ানডেতে টানা তিন ম্যাচে গোল্ডেন ডাকের রেকর্ডে নাম লিখিয়েছিলেন ভারতের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।
সবশেষ শারজায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের হেরেছে পাকিস্তান। দলের এমন হারের দিনগুলোতেও গোল্ডেন ডাক উপহার দেন শফিক। সিরিজের প্রথম দুই ম্যাচেই আফগান পেসার ফজল হক ফারুকির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন বাবর আজমদের এই ব্যাটার।
এর আগে, ২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দ্য গ্রিন ম্যানরা। সেই সিরিজের প্রথম ম্যাচে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতালেও পরের দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান শফিক।
কিউইদের বিপক্ষে ছন্দপতন হলেও সদ্য সপ্তাহ পিএসএলে দারুণ ছন্দে ছিলেন শফিক। এর ফলে চলমান সিরিজের সুযোগ মিলে তার। পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম, ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে বিশ্রামে রেখে তরুণদের নিয়ে যে দল গঠন করেছিল দেশটির ক্রিকেট বোর্ড; তার ফল মোটেই শুভ হলো না, ক্রমেই তা টের পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।