ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের অর্ধেক পথ পাড়ি দিতেই ৭ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। এতে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল স্বাগতিকরা। তবে একপ্রান্ত আগলে রেখে দলের সংগ্রহ এক শ ছাড়িয়ে নিয়ে যান তরুণ ব্যাটার শামীম হোসেন পাটওয়ারী।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০১ রান সংগ্রহ করেছে লাল সবুজের প্রতিনিধিরা। দলের বিপর্যয়ের মুখে একা হাতে লড়ছেন শামীম পাটওয়ারী। তিনি ৩০ বলে ৩১ রানে অপরাজিত রয়েছেন। এ ছাড়া পেসার শরিফুল ইসলাম ৪ রানে ব্যাট করছেন।
আজ (৩১ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েন টপ অর্ডারের ব্যাটাররা। দলীয় ৬১ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল টাইগাররা।
তবে অষ্টম উইকেট জুটিতে ৩৩ রানের জুটি গড়েন শামীম-নাসুম। তবে ১৬তম ওভারে ডেলানির বলে আইরিশ ক্যাপ্টেন স্টার্লিংয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাসুম। ১৩ রান করেন তিনি।