ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ , ১১:৩৪ পিএম


loading/img

প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। দুই দলের ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ এপিল) শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ দল। তবে এই সফরে দুই সিনিয়র খেলোয়াড় সালমা খাতুন এবং রুমানা আহমেদকে বাদ দেওয়া হয়েছে।

মূলত এ বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে সালমা ও রুমানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম এই কথা জানিয়েছিলেন। তবে মিডিয়ার কাছে রুমানার দাবি, বিশ্রামের কথা বলে তাকে বাদ দেওয়া হয়েছে! 

বিজ্ঞাপন

এই প্রথম দুই তারকাকে ছাড়া ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে এই দুজন ছিলেন না। সালমা ও রুমানা ছাড়া দল থেকে বাদ পড়েছেন তরুণ পেসার মারুফা আক্তার এবং ওপেনার শারমিন আক্তার। দলে নতুন মুখ সুলতানা খাতুন। 

এখন পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে বাংলাদেশ। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে শেষ দুই ওয়ানডে বাতিল হওয়ায় বাঘিনীরা ২ পয়েন্ট পেয়েছে। আর ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে শ্রীলঙ্কা।

সফরে আগামী ২৭ এপ্রিল কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর পি সারা ওভালে ২৯ এপ্রিল, ২ মে ও ৪ মে ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল। 

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি সিরিজের আগে কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে ৭ মে প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। এরপর ৯ মে, ১১ মে ও ১২ মে টি-টোয়েন্টি সিরিজে লঙ্কান মেয়েদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। খেলাগুলো হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।   

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |