ভারতে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছে বিসিবি-প্রাইম ব্যাংক অনূর্ধ্ব-১৬ কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল। গতকাল প্রথম ওয়ানডে ম্যাচে ৩ উইকেটে জয় পেয়েছিল টাইগার যুবারা। এবার দ্বিতীয় ওয়ানডেতেও ৭ উইকেটের ব্যবধানে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল জাওয়াদ আকবরের দল।
মঙ্গলবার (৯ মে) আগে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। জবাবে রান তাড়া করতে নেমে ৩৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দল।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাইর রাজা মির্জা ৮ চারে ৫০ ও আইয়ুষ ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন। তবে বাকিদের কেউ বিশের ঘরে পৌঁছাতে না পারায় ১৬৩ রানেই থেমে যায় তারা।
বোলিংয়ে মুম্বাইর ইনিংসে বল হাতে ধস নামান সামিউন বাসির রাতুল। তিনি ১০ ওভারে ২ মেডেনসহ ২০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন শেখ ইমতিয়াজ শিহাব।
এরপর রান তাড়া করতে নেমে বাংলাদেশের হয়ে অধিনায়ক জাওয়াদ আকবর ৪টি চার ও ৪ ছক্কায় ৪৫ রান করেন। মো. সামিউন বাসির রাতুল ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন।
এ ছাড়া মো. আজিজুল হাকিম তামিম ৩৩ ও রিফাত বেগ ২৭ রানে সহজেই ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ দল।