ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ভারতে টানা দ্বিতীয় ম্যাচে জিতল অনূর্ধ্ব-১৬ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ মে ২০২৩ , ০৮:৪৮ পিএম


loading/img

ভারতে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছে বিসিবি-প্রাইম ব্যাংক অনূর্ধ্ব-১৬ কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল। গতকাল প্রথম ওয়ানডে ম্যাচে ৩ উইকেটে জয় পেয়েছিল টাইগার যুবারা। এবার দ্বিতীয় ওয়ানডেতেও ৭ উইকেটের ব্যবধানে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল জাওয়াদ আকবরের দল। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ মে) আগে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। জবাবে রান তাড়া করতে নেমে ৩৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দল।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাইর রাজা মির্জা ৮ চারে ৫০ ও আইয়ুষ ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন। তবে বাকিদের কেউ বিশের ঘরে পৌঁছাতে না পারায় ১৬৩ রানেই থেমে যায় তারা। 

বিজ্ঞাপন

বোলিংয়ে মুম্বাইর ইনিংসে বল হাতে ধস নামান সামিউন বাসির রাতুল। তিনি ১০ ওভারে ২ মেডেনসহ ২০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন শেখ ইমতিয়াজ শিহাব।

এরপর রান তাড়া করতে নেমে বাংলাদেশের হয়ে অধিনায়ক জাওয়াদ আকবর ৪টি চার ও ৪ ছক্কায় ৪৫ রান করেন। মো. সামিউন বাসির রাতুল ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন। 

এ ছাড়া মো. আজিজুল হাকিম তামিম ৩৩ ও রিফাত বেগ ২৭ রানে সহজেই ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ দল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |