আয়ারল্যান্ডের ইনিংসে শুরুতেই জোড়া উইকেট তুলে দারুণ কিছুর আভাস দিয়েছিল বাংলাদেশি বোলাররা। তবে হাসান মাহমুদের বিধ্বংসী স্পেলের পর বড় এক জুটি গড়ে দলকে বিপদমুক্ত করে এগিয়ে নিয়ে যান আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ও হ্যারি টেক্টর। তবে বালবার্নিকে ফিরিয়ে শেষ পর্যন্ত ব্রেক থ্রু এনে দিলেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ৩ উইকেটে ১২৪ রান। স্টিফেন ডোহানি ১২, পল স্টার্লিং ০ রানে ফিরে যান। এরপর দলীয় সেঞ্চুরির পর আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ৪২ রানে আউট হয়েছেন। এখন হ্যারি টেক্টর ৬০ ও নতুন ব্যাটার লোরকান টাকার ৯ রানে অপরাজিত রয়েছেন।
শুক্রবার (১২ মে) চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক তামিম ইকবাল। সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা ইনিংসের শুরুতেই প্রমাণ করেন টাইগার পেসার হাসান মাহমুদ। আইরিশ দুই ওপেনার পল স্টার্লিং ও স্টিফেন ডোহানির উইকেট তুলে নেন ডানহাতি এই মিডিয়াম পেসার।
প্রথম ওভারেই আইরিশ ওপেনার পল স্টার্লিংকে শূন্য রানে ফেরান হাসান। ইনিংসের চতুর্থ বলেই স্টার্লিংয়ের ব্যাটে লাগা বল উইকেট কিপার মুশফিকুর রহিম বাঁ দিকে লাফিয়ে ক্যাচ নেন। তবে আম্পায়ার তাতে সাড়া না দিলেও রিভিউ নিয়ে স্টার্লিংয়ে ফেরায় বাংলাদেশ।
এরপর সপ্তম ওভারে নিজের দ্বিতীয় উইকেট নেন হাসান। তার বাড়তি বাউন্সের বলে গ্যাপ খুঁজে মারতে গিয়ে স্কয়ার ড্রাইভে সরাসরি ক্যাচ গেছে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা মেহেদী হাসান মিরাজের হাতে। ফলে স্কোরবোর্ডে রান ১৬ হতে না হতেই জোড়া উইকেট হারিয়ে শুরুতেই চাপে যায়।
কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ৯৮ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে টেনে নিয়ে যান অ্যান্ড্রু বালবার্নি ও হ্যারি টেক্টর। এর মধ্যে ক্যামিও এক বিস্ফোরক ফিফটি তুলে নেন ২৩ বছরের তরুণ তারকা টেক্টর।
টেক্টরের মাইলফলকের পর বালবার্নিও ফিফটির দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে বালবার্নিকে ফিরিয়ে শেষ পর্যন্ত ব্রেক থ্রু এনে দিলেন শরীফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের বলে উইকেটের পিছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ৪২ রানে আউট হয়েছেন আইরিশ কাপ্তান।