ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

জাহানারাদের সঙ্গে খেললেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

সোমবার, ১৫ মে ২০২৩ , ১০:২৬ পিএম


loading/img

বাংলাদেশ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবি অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই উপলক্ষেই আগমন ঘটে অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটসের।

বিজ্ঞাপন

রোববার (১৪ মে) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তাকে স্বাগত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। পরে তিনি বাংলাদেশের জার্সি পরে মাঠে নামেন। মাঠে উপস্থিত মেয়েদের সঙ্গে ক্রিকেট খেলে সৌহার্দ বাড়াতে চেষ্টা করেন তিনি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেন তিনি। পরে বোলিং করে খেলা জমিয়ে তুলেন। 

বিজ্ঞাপন

জানা গেছে, বিসিবি সভাপতির সাথে বৈঠকটি সৌজন্যমূলক হলেও মূলত অস্ট্রেলিয়ার সাথে একটি অভ্যন্তরীণ চুক্তিতে করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে দুই দেশের মধ্যে এ চুক্তির আওতায় কাজ করা হবে।

বৈঠক শেষে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, নতুন যে স্টেডিয়াম করতে চাচ্ছি (শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম) এটার সম্পর্কে অস্ট্রেলিয়ার আগ্রহ আছে। এই স্টেডিয়ামের কনসালটেন্ট হিসেবে অস্ট্রেলিয়ার একটা কোম্পানি আমরা নিয়োগ দিয়েছি। তারা বিস্তারিত ড্রয়িং, ডিজাইন নিয়ে কাজ শুরু করছে। সম্পর্ক উন্নয়নে দুই পক্ষের আগ্রহ রয়েছে বলে জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |