ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আফগানিস্তানের বিপক্ষে কেমন দল, জানালেন বাশার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ , ০৫:০৬ পিএম


loading/img
ছবি- আরটিভি

ঘরের মাঠে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। সফরের একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে আগামী ১৪ জুন। 

বিজ্ঞাপন

হোম কন্ডিশনে এ সিরিজকে বিশ্বকাপের আগে যাচাই-বাছাইয়ের সবচেয়ে বড় সুযোগ, বলছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তবে এ সিরিজের স্কোয়াডে কারা থাকছেন, তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমনের ধারণা, সেরা ক্রিকেটারদের নিয়েই টেস্ট দল সাজাবে টাইগাররা।

সবশেষ ২০১৯ সালে আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে স্পিন উইকেটের খেসারত দেয় টাইগাররা। নিজেদের পরিকল্পনায় নিজেরাই ধরা খেয়ে ম্যাচটি হেরেছিল সাকিব আল হাসানের দল। তবে এবার উইকেট কেমন হচ্ছে, তা নিয়ে খোলাসা করতে আগ্রহী নন, টাইগারদের সাবেক অধিনায়ক বাশার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার দাবি করলেন, চমক বলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করব অবশ্যই যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়ে দলটা করবো।

সাবেক এ অধিনায়ক যোগ করেন, আমাদের তো পরিকল্পনা আছেই। আমরা আমাদের প্ল্যান নিয়ে যথেষ্ট পরিষ্কার। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। কারণ, অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করব না।

বিসিবি এ নির্বাচকের বিশ্বাস, মিরপুরের উইকেট কেমন হতে পারে, না পারে সেটা সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।

বিজ্ঞাপন

রশিদ-নবিদের বিপক্ষে অতীত অভিজ্ঞতা তুলে ধরে বাশার আরও জানান, আমরা এখন অনেক আত্মবিশ্বাসী। আফগানিস্তান খুব ভালো দল। তাদের সঙ্গে শেষ টেস্ট ম্যাচ আমরা ভালো খেলি নাই। আমরা হেরেছিলাম। কিন্তু এবারের ম্যাচটাতে অবশ্যই ভালো খেলতে চাই। 

তার (বাশার) ভাষ্যমতে, আমার মনে হয়, এখন দলটা অনেক বেশি আত্মবিশ্বাসী। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত, আমরা পরিষ্কার। কাজেই যে সিদ্ধান্ত নেই, আমাদের অসুবিধা হবে না।

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল চলে যাবে চায়ের দেশ সিলেটে। সেখানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ১৪ ও ১৬ জুলাই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |