ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

পদত্যাগ করলেন সাফজয়ী কোচ ছোটন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৯ মে ২০২৩ , ০৩:৫৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সশরীরে এসে পদত্যাগ পত্র জমা দেওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় নারী দল ও মেয়েদের সব বয়সভিত্তিক ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের। তবে বাফুফেতে না এসেই পদত্যাগপত্র জমা দিয়েছেন সাফজয়ী এ কোচ। 

বিজ্ঞাপন

সোমবার ই-মেইলের মাধ্যমে বাফুফেতে পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এরই মধ্য দিয়ে বাফুফের সঙ্গে তার (ছোটন) দীর্ঘ এক যুগের সব সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে।

৫৪ বছর বয়সী এ কোচ জানালেন, গতকাল রাতে ই-মেইলে পদত্যাগ পত্র জমা দিয়েছি। গত কয়দিনে যা হয়েছে, তাতে শরীর খারাপ।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, আসলে আমি আর থাকতে চাইছি না। অনেক দিন তো হলো। এখন আমি বিশ্রাম নেবো। টানা কাজ করে ক্লান্ত। পদত্যাগ পত্রে সেটা উল্লেখ করেছি।

তবে এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি ছোটন। এমনকি বাফুফে কর্তারাও এ বিষয়ে নীরবতা পালন করছে। আপাতত তারাও এ নিয়ে মুখ খুলতে নারাজ।

এদিকে সোমবার বিকেলে নির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছে বাফুফে। সেখান থেকেই ছোটনের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |