• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বিশ্বকাপের আগে ৪ দেশ নিয়ে সিরিজে আগ্রহী পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২৩, ১০:০৮
বিশ্বকাপের আগে ৪ দেশ নিয়ে সিরিজে আগ্রহী পাকিস্তান
ছবি- সংগৃহীত

ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এতদিন নানান টানাপোড়েন চলেছে। তবে বৈরী সম্পর্ক উগরে দিয়ে সীমিত ওভারের বিশ্ব মঞ্চের এ আসরে দ্য গ্রিন ম্যানরা অংশ নিচ্ছেন, তা একপ্রকার নিশ্চিত।

এদিকে বৈশ্বিক এ আসরের আগে হোম ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা ত্রিদেশীয় সিরিজ আয়োজনে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের আগে হোম সিরিজে খেলতে ইতোমধ্যে চারটি দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) রয়েছে। এমনকি বিসিবির সঙ্গে আলাপও চলছে। তবে শুধু পার্শ্ববর্তী দেশই নয়; অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ করছে দেশটির ক্রিকেট বোর্ড।

বোর্ডগুলোকে পিসিবি বলছে, উপমহাদেশের কন্ডিশন কেমন হতে পারে, এই সিরিজ থেকে সে সম্পর্কে ধারণা নিয়ে বিশ্বকাপে যেতে পারবে দলগুলো।

এদিকে আলোচনা চললেও তা প্রাথমিক পর্যায়েই আছে। এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব না হলেও অন্তত ত্রিদেশীয় সিরিজ আয়োজনে আগ্রহী পিসিবি।

অন্যদিকে পিসিবি চাচ্ছে, তাদের দলও যেন বিশ্বকাপে পুরোপুরি প্রস্তুত হয়েই যেতে পারে। আর যেহেতু বিশ্বকাপের আগে এশিয়া কাপ রয়েছে, তাই আগস্টেই এটি আয়োজনে আগ্রহী পিসিবি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আইসিসি যা বলবে আমরা মেনে নেব’, পাকিস্তান ইস্যুতে বিসিসিআই সচিব
ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা