ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মার্টিনেজের সঙ্গে দেখা না হওয়ার আক্ষেপে পুড়ছেন জামাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ জুলাই ২০২৩ , ০৪:৩০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সাফ মিশন শেষ করে জাতীয় দলের ফুটবলাররা যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন এমিলিয়ানো মার্টিনেজ বিমানবন্দরে প্রস্তুতি নিচ্ছেন ঢাকা ছাড়ার। ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে কোলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

বিজ্ঞাপন

এমিলিয়ানো বাংলাদেশে এসেছেন কিন্তু সেটি নিয়ে ছিল না বাফুফের কোনো কার্যক্রম। তবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কোনো ভ্রুক্ষেপ না থাকলেও জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিমানবন্দরেই অপেক্ষা করছিলেন এমিকে এক নজর দেখার জন্য।

কিন্তু সেটি আর হয়নি। কিছু সময় অপেক্ষা করে হতাশ হয়ে জামালকে বের হয়ে যেতে হয় বিমানবন্দর থেকে।

বিজ্ঞাপন

দেশে ফিরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে দলের বাকিরা নিজ নিজ গন্তব্যে চলে যেতে থাকলেও বিমানবন্দরেই রয়ে যান জাতীয় দলের অধিনায়ক। টিম অ্যাটেনডেন্ট মো. মহসীনকে নিয়ে মার্টিনেজকে দেখতে বর্হিগমনের দিকে যান। মার্টিনেজকে দূর থেকে দেখলেও বাংলাদেশের অধিনায়ক ফ্রেমবন্দি কিংবা পরিচয় হওয়ার সুযোগ পাননি।

কেননা মার্টিনেজ গাড়ি থেকে নামার পরই তাকে নিয়ে ভেতরে চলে যান সংশ্লিষ্টরা। যে কারণে আর দেখা করার সুযোগ পাননি জামাল।

জাতীয় দলের টিম অ্যাটেনডেন্ট মো. মহসিন ঘটনা বর্ণনায় জানান, ‘অনেকে চলে গেলেও জামাল ভাইয়ের মার্টিনেজের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। তিনি আমাকেও সঙ্গে নেন। আমরা অপেক্ষা করছিলাম এবং কয়েকজনকে বলেছি বাংলাদেশ দলের অধিনায়ক অপেক্ষা করছে। মার্টিনেজ গাড়ি থেকে নামার পরপরই তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |