ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিদায় বেলায় সাংবাদিকদের যে অনুরোধ তামিমের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ , ০৪:১৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আর তিন মাস পরেই ভারতে শুরু হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। নিজের শেষ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন ছিল তামিম ইকবালের। তবে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগার ওয়ানডে দলের এই নেতা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে অশ্রুসিক্ত হয়ে অবসরের ঘোষণা দেন ড্যাশিং এই ওপেনার। এ সময় নিজের আবেগকে ধরে রাখতে পারেনি ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

বিদায় বেলায় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে না ভাবার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন তামিম ইকবাল, ‘গণমাধ্যমে কাছে আমার একটাই অনুরোধ, যারা সামনে ক্রিকেট খেলবে, আপনারা তাদের কথা ভালো-খারাপ যাই লেখবেন, সেটা যাতে শুধুমাত্র ক্রিকেটে সীমাবদ্ধ থাকে। আপনারা ক্রিকেটের বাইরের সীমা অতিক্রম করবেন না। ক্রিকেটাররা ভালো খেলতে আপনারা প্রশংসা করবেন। আর খারাপ খেললে সমালোচনা করবেন, এটা খুবই স্বাভাবিক।’

তামিম আরও যোগ করেন, ‘মাঝেমধ্যে আমরা অনেকেই সেই সীমা অতিক্রম করে যাই। যারা এখন ক্রিকেট খেলছে, বিশেষ করে যারা বিশ্বকাপ খেলবে, আমি আশাকরি আপনারা নিজেদের দলের একজন সদস্য মনে করে তাদের পাশেই থাকবেন। এটাই খুব গুরুত্বপূর্ণ।’

এ সময় ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য কোচ, বিসিবিসহ সতীর্থদের ধন্যবাদ জানান তামিম, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন শতভাগ ফিট নন, তবুও প্রথম ওয়ানডে ম্যাচটি খেলতে চান তিনি। এরপর তার নেতৃত্বে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টিভেজা প্রথম ওয়ানডে ম্যাচ ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ দল। 

ওই পরাজয়ের ধাক্কা সামলে ওঠার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। কাঁদতে কাঁদতে ওয়ানডে দলের এই অধিনায়ক বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

এ সময় তিনি আরও যোগ করেন, ‘দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে আমি সব সময় চেষ্টা করেছি।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |