ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব

ভিয়েতনামে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১০ জুলাই ২০২৩ , ০৯:০২ এএম


loading/img
ছবি- সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। সেখানে গিয়ে চূড়ান্ত পর্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। আগামী ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বাছাইপর্ব।

বিজ্ঞাপন

এর আগে, গত এপ্রিলে সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের প্রথম রাউন্ডে খেলেছিল যুব বাঘিনীরা। সেখান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে সুযোগ পায় লাল-সবুজেরা।

বাছাইপর্বের ম্যাচগুলো ইয়ানমার ফিল্ড, ভিয়েতনাম ইয়ুথ ফুটবল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হবে। এই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল মূল পর্ব নিশ্চিত করবে। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ফিলিপাইন ও অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

এর আগে, টানা দুইবার এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলেছিল বাংলাদেশ।

একনজরে বাংলাদেশের ম্যাচের সময়সূচি : 

২০ সেপ্টেম্বর ভিয়েতনাম সন্ধ্যা ৬টা
২২ সেপ্টেম্বর  ফিলিপাইন বিকেল ৩টা
২৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া বিকেল ৩টা

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |