ভারতের মাটিতে আগামী অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। তার আগে অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপের আসর। আসন্ন এই মেগা দুই ইভেন্টে ভালো কিছু করার আশা করছে বাংলাদেশ দল। তবে এক দিনের ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা টাইগাররা হঠাৎ করেই খেই হারিয়েছে।
ঘরের মাঠে আফগানিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই বাজেভাবে সিরিজ হেরেছে লাল সবুজরা। এই কারণে চারদিকে কঠোর সমালোচনা চলছে টাইগারদের। তবে শিষ্যদের এই দুই ম্যাচ দিয়ে বিচার করতে নারাজ বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস।
সোমবার (১০ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। সাংবাদিকদের তিনি অকপটে বুঝিয়ে দিলেন, মাত্র দুই ম্যাচ দিয়ে বিশ্বমানের ক্রিকেটারদের বিবেচনা করা উচিত না।
বাংলাদেশের দুই ম্যাচের ব্যর্থতা বাদ দিয়ে এই বছরে পাওয়া অন্য সাফল্যগুলোকে ধরে পোথাস বলেন, ‘দুই ম্যাচ দিয়ে দলটাকে বিচার করার আগে তাদের আগের সাফল্যগুলোও দেখতে হবে। এই দলটাই ইংল্যান্ড-আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়েছে। তাই, দুই ম্যাচ দিয়ে বিচার করার আগে আমাদের উচিত লম্বা সময় ধরে তারা কেমন করছে সেটি দেখা।’
আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এই ম্যাচের ভরাডুবি নিয়ে জানতে চাইলে বাংলাদেশের ব্যর্থতার আগে আফগানিস্তানের বোলিং আক্রমণের সফলতা তুলে ধরেন টাইগার সহকারী কোচ। বিশেষ করে আফগানদের স্পিন নিয়ে অকপট স্বীকারোক্তি দেন পোথাস।
রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবিদের নিয়ে গড়া আফগানদের স্পিন আক্রমণ নিয়ে পোথাস বলেন, ‘সত্যি বলতে আফগানিস্তানের স্পিন অ্যাটাক এই মুহূর্তে বিশ্বের সেরা। তাদের তিনজন বোলার আছে যারা একসঙ্গে অনেকগুলো ম্যাচ খেলেছে। এমন বোলার পাওয়া যেকোনো দলের অধিনায়কের জন্য স্বপ্নের মতো।’
আগামীকাল মঙ্গলবার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে হোয়াইটওয়াশ এড়াতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে কাল দুপুর ২টায়। বৃষ্টির কারণে চট্টগ্রামে শেষদিনের অনুশীলনও করতে পারেনি চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।