ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আকবর-মেহেদীর আধিপত্যের দিনে মলিন সৌম্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ জুলাই ২০২৩ , ১০:৫০ এএম


loading/img
ছবি- সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের আগে তৃতীয় প্রস্তুতি ম্যাচে দাপট দেখিয়ে ২৩ রানের জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ দল। তবে দলের এমন দাপুটে জয়ের দিনেও বেশ মলিন ছিলেন জাতীয় দল থেকে দূরে থাকা সৌম্য সরকার। গত দুই ম্যাচে বল হাতে আলো ছড়ালেও এই ম্যাচে বল কিংবা ব্যাট কোনো বিভাগেই আলো ছড়াতে পারেননি সিনিয়র এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

এবারের প্রস্তুতি ম্যাচেও টাইগারদের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৩৬ দশমিক ১ ওভার ব্যাট করে সব কটি উইকেট হারিয়ে ২১৯ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ দল। টাইগারদের হয়ে ৬০ বলে ৯ চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন আকবর আলী। এ ছাড়া পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ৩৩ ও ২৭ রান। জুনিয়রদের এমন পারফরম্যান্সের দিনে ৮ বল মোকাবিলায় মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য।

আফগানদের হয়ে মোহাম্মদ ইবরাহিম ৪টি এবং সাইদ শিরজাদ ও বিলাল সামি দুটি করে উইকেট শিকার করেন।

বিজ্ঞাপন

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ দশমিক ৩ ওভারে ১৯৬ রানেই গুঁটিয়ে যায় রশিদ-নবিদের অনুসারীরা। রানের খাতা খোলার আগেই শেখ মেহেদী হাসানের শিকার হয়ে সাজঘরে ফেরেন আফগানদের দুই ব্যাটার। দলীয় ৮ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় আফগানরা।

এরপর ক্রিজে নেমে একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাহির শাহ। তবে শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করতে পারেননি এই ক্রিকেটার। ৮৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিদায় নেন তিনি। আফগানদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন আল্লাহ নূর। 

লাল-সবুজের হয়ে ৮ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন মেহেদী। এ ছাড়া রাকিবুল হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী দুটি করে উইকেট পেয়েছেন। অন্যদিকে ৩ ওভার বল ঘুরিয়ে ২০ রান খরচায় উইকেট শূন্য ছিলেন সৌম্য সরকার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |