বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে হুহু করে। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রসারে যেন সবাই ঝুঁকছে সেদিকে। অর্থের ঝনঝনানিকে তো আর অস্বীকার করা যায় না। চার ছক্কার ফুলঝুরির সঙ্গে এতে আছে ভরপুর বিনোদন। সব মিলিয়ে শর্টার ফরম্যাটের এই ক্রিকেটের আলোতে বাকি দুই সংস্করণের আলো বর্তমানে প্রায় নিভু নিভু।
ক্রিকেটের এই কঠিন সময়ে টেস্ট আর ওয়ানডেকে বাঁচাতে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
২০২৭ সালের পর ছেলেদের ক্রিকেটে ওয়ানডের সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে এমসিসি। সম্প্রতি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান অ্যাশেজ সিরিজের সময়ে লর্ডসে অনুষ্ঠিত দুই দিনের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।
মঙ্গলবার এক বিবৃতিতে এমসিসির পক্ষ থেকে তাদের বৈঠকের আলোচ্য বিষয়গুলো প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ওডিআই ক্রিকেটের সংখ্যা কমলেও, তার মান আরও বাড়বে। দ্বিপাক্ষিক সিরিজে ওডিআই সরিয়ে দেওয়া যেতে পারে। শুধুমাত্র বিশ্বকাপের আগের এক বছর এই সিরিজ আয়োজন করা যায়। এতে ক্রিকেট ক্যালেন্ডারে জায়গা তৈরি হবে। যেটি সময়োপযোগী ও ফলস্বরূপ হবে।’
পাশাপাশি নারী ক্রিকেটের উন্নয়নের জন্যও তহবিল বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ক্রিকেটের নীতি-নির্ধারকরা।
বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়, ‘এখন বিশ্বব্যাপী খেলার পুনঃস্থাপনের সময়। আমরা বর্তমানে একটি নতুন আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম এবং অর্থায়ন চক্রের সূচনা করছি। আমরা প্রয়োজনীয় তহবিল সরাসরি ক্রিকেটের সঠিকভাবে বন্টনের ক্ষেত্রে আরও প্রমাণের সুপারিশ করব।’