ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বিনামূল্যে বিশ্বকাপের খেলা দেখার সুযোগ দিচ্ছে ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ , ০৬:২৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ আগামী ২০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত । বৈশ্বিক এই আসর শুরুর আর মাত্র কিছুদিন বাকি থাকলেও দুই আয়োজক দেশের একটি নিউজিল্যান্ডে টিকিট নিয়ে তেমন আগ্রহ নেই। 

বিজ্ঞাপন

দেশটিতে আশানূরূপ টিকিট বিক্রি না হওয়ায় চারটি ভেন্যুতে বিনামূল্যে বিশ্বকাপের টিকিট দেওয়ার উদ্যোগ নিয়েছে ফিফা। তাই দেশটির চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনের ২০ হাজার টিকিট বিনামূল্যে দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এখন পর্যন্ত নারী বিশ্বকাপের ১০ লাখ টিকিট বিক্রি করেছে আয়োজকরা। তবে বিক্রি হওয়া টিকিটের বেশির ভাগই বিক্রি হয়েছে অস্ট্রেলিয়ায়। আসন্ন নারী বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলও তারা। স্বাগতিক দেশ হওয়ায় তাদের ম্যাচগুলোর টিকিটের চাহিদাও রয়েছে ব্যাপক।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপরীত চিত্র নিউজিল্যান্ডে। দেশটিতে ফুটবলের তেমন জনপ্রিয়তা না থাকায় বিশ্বকাপ নিয়েও আগ্রহ নেই জনগণের। আর তাই দেশটির চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনে ২০ হাজার টিকিট বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। 

এই প্রসঙ্গে ফিফার নারী ফুটবলের প্রধান অফিসার সারাই বারেম্যান জানান, নিউজিল্যান্ডে ফুটবল নিয়ে তেমন আগ্রহ না থাকায় টিকিট বিক্রি কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বাজে পারফরম্যান্সও টিকিট বিক্রি না হওয়ায় অন্যতম কারণ। 

প্রসঙ্গত, ফুটবলের বৈশ্বিক আসরে নিউজিল্যান্ডের মেয়েদের পারফরম্যান্সও যাচ্ছেতাই। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ আসরে অংশ নিয়ে জয়ের খাতাই খুলতে পারেনি তারা। আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে মেয়েদের ফুটবলের বৈশ্বিক আসরের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |