• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিনের মাইলফলক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৩, ১৯:৩৬
তাসকিন আহমেদ
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ। ঘরের মাঠে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে নিজের ক্যাচ বানিয়ে বিদায় করে এই কৃতিত্ব অর্জন করেন দেশসেরা এই পেসার।

রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে শর্ট লেংথে বল করেন তাসকিন। তুলে মারতে গেলে বল উঠে যায় খাড়া ওপরে। অফসাইড থেকে ফিল্ডাররা এগিয়ে এলেও তাসকিন নিজের বলে নিজেই ক্যাচ ধরেন।

এরপর তৃতীয় ওভারে তাসকিনের চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে গুডলেংথে ছিল। যে কারণে লাফিয়ে ওঠা বলে হজরতউল্লাহ জাজাই খেলবেন কি না, তা ভাবতে ভাবতেই খোঁচা দিয়ে বসেন। যার সুবাদে উইকেটের পেছনে বাকি কাজটি সহজেই করেন লিটন দাস। তাতে নিজের টানা দুই ওভারে দুই ওপেনারকে ফেরান তাসকিন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫৪ ম্যাচে ৫১ উইকেট শিকার করেছেন তাসকিন। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

এখন পর্যন্ত ১১৭ ম্যাচে সাকিব ১৩৮টি ও মোস্তাফিজ ৮৫ টি-টোয়েন্টিতে ১০১ উইকেট শিকার করেছেন। ১৩৮ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সাকিব।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের। ক্যারিয়ারে দু’বার ইনিংসে ৪ উইকেট নেন তাসকিন। এরমধ্যে গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তাসকিন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লুইয়ের ফিফটি, ধীর গতিতে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ তানজিম যাচ্ছেন উইন্ডিজে
এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার