নিউজিল্যান্ডের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচের দায়িত্ব ছাড়লেন গ্যারি স্টিড। টেস্টেও কোচ থাকবেন কি না, তা নিয়েও শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছে ৫৩ বছর বয়সী এই কোচ। গ্যারি স্টিড ২০১৮ সালে মাইক হেসনের স্থলাভিষিক্ত হন।
২০১৯ বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির তিনটি ফাইনালে রানার্সআপ হয়ে ফিরে নিউজিল্যান্ড। তবে ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্টিডের দল।
দায়িত্ব ছাড়ার পর স্টিড বলেন, আমি সফরের পর সফরের যে জীবন, তা থেকে বেরোতে চাই। আমি ভবিষ্যৎ নিয়েও ভাবছি। আমার সব মনোযোগ এখন কম অভিজ্ঞ কোনো দলের সঙ্গে মৌসুমটা ভালোভাবে শেষ করতে চাই। শেষ ছয়টা মাস বিরামহীন ক্রিকেট নিয়ে চরম ব্যস্ত ছিলাম।
তিনি বলেন, আমার স্ত্রী ও পরিবারের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বোঝার সুযোগ পাব সামনের সময়টায়। এরপর আরও ভালোভাবে বুঝতে পারব, টেস্ট কোচের দায়িত্বের জন্য পুনরায় আবেদন করব কি না।
তিনি আরও বলেন, এখন আমি আমার বিকল্প ভাবতে চাই। তবে এখনও মনে করি আমার কোচিং করার শক্তি আছে, তবে সব ফরম্যাটের হেড কোচ হিসেবে নয়। পরবর্তী এক মাস আমার স্ত্রী, পরিবার এবং অন্যান্যদের সাথে পরিস্থিতি নিয়ে আরও আলোচনা করার সুযোগ পাবো। এই সময়ের পর টেস্ট কোচিং পজিশনের জন্য আবার আবেদন করতে চাই কি না ঠিক করা যাবে।
আগামী জুনে গ্যারি স্টিডের চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন বিজ্ঞপ্তি দেয়ার পর আবার আবেদন করবেন কিনা, সেটি এখনও জানাননি তিনি।
আরটিভি/এসআর/এস