• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

সাইফউদ্দিনকে কাতার পাঠাচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৩, ১২:৩৭
ফাইল ছবি

পেস অলরাউন্ডার হিসেবে অল্প সময়েই মোহাম্মদ সাইফউদ্দিন কুড়িয়েছিলেন সুনাম। কিন্তু ইনজুরি বারবার তাকে ছিটকে দিয়েছে ট্র্যাকের বাইরে। ইনজুরি কাটিয়ে ফিরে এসে যখনই ফেরেন ফর্মে, ঠিক তখনই ইনজুরিতে পড়ে ছিটকে যান লম্বা সময়ের জন্য। ইনজুরি আর সাইফউদ্দিন যেন এক অদৃশ্য বাঁধনে আবদ্ধ।

বারবার ফিরে আসা ইনজুরি থেকে পরিত্রাণ পেতে টাইগার এই পেস অলরাউন্ডারকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি সপ্তাহেই ডানহাতি এই অলরাউন্ডারকে কাতার পাঠাচ্ছে বোর্ড।

বুধবার বোর্ডের চিকিৎসক মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফউদ্দিনের বর্তমানে ইনজুরি নেই। তবে বাড়তি সতর্কতা হিসেবেই কাতার পাঠানো হচ্ছে তরুণ এই ক্রিকেটারকে।

মঞ্জুর বলেন, ‘এই মুহূর্তে তার (সাইফউদ্দিন) তো কোনো ইনজুরি নেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও খেলছে। তবে ওনার ব্যাক একটা ইনজুরি আছে, যার কারণে মাঠে অন এবং অফ থাকে। সে কারণে ভালো একজন স্পাইন বিশেষজ্ঞ দেখানো হবে সাইফউদ্দিনকে। সেই হিসেবে আগামী শনিবার (৫ আগস্ট) কাতারে যাচ্ছে সে। সেখানেই তার পরবর্তী চিকিৎসা হবে।’

লাল-সবুজ জার্সিতে সাইফউদ্দিনকে সবশেষ মাঠে দেখা গিয়েছিল গত বছরের অক্টোবরে। জাতীয় দলে ইনজুরির কারণে না খেললেও ঘরোয়া লিগে ঠিকই খেলেছেন তিনি।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে ১২ ম্যাচ খেলেছেন ডানহাতি এই অলরাউন্ডার। টুর্নামেন্টে বল হাতে ১৯ উইকেট এবং আর ব্যাট হাতে করেছেন ১১২ রান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩৫১টি দল নিয়ে মাঠে গড়াল প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট
বিপিএলের অনিয়ম থেকে শিক্ষা নেওয়ার কথা জানালেন ফাহিম
তিন দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের বিপিএল
ছয় ম্যাচ বেঞ্চে বসে, কোন ভুলে একাদশের বাইরে তাইজুল?