পেশাদার ফুটবল লিগে খেলতে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান ব্রাজিলিয়ান তারকা ও সাবেক লিভারপুল ফুটবলার রবার্তো ফিরমিনো। গেল মৌসুমের পরই লিভারপুল ছেড়েছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আর সেখানে অবিস্মরণীয় এক অভিষেকই হলো তার। আল-আহলির জার্সিতে সৌদি প্রো লিগে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এতে আল-হাজমের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে তারা।
এদিন ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই জোড়া গোল করেন লিভারপুলের সাবেক এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের ৭২তম মিনিটে করেন হ্যাটট্রিক।
ম্যাচের ষষ্ঠ মিনিটে হেড থেকে গোল করেন অধিনায়ক হিসেবে সৌদি অধ্যায় শুরু করা ফিরমিনো। মিনিট চারেক পর ম্যানসিটির সাবেক উইঙ্গার রিয়াদ মাহরেজের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করে সেলেসাওদের এই তারকা।
প্রথমার্ধে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। তবে বিরতি থেকে ফিরেই ব্যবধান কমায় আল-হাজম। গোলকিপার এদুয়ার্দো মেন্দির দুর্বল ক্লিয়ারেন্সে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ভিনা।
ম্যাচের শেষ দিকে নিজের হ্যাটট্রিক পূরণ করে ফিরমিনো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে আল আহলি।