ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

নেইমারকে বরণ করতে আনুষ্ঠানিকতা শুরু আল হিলালের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৪ আগস্ট ২০২৩ , ০১:১২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

নেইমারকে দলে ভেড়ানোর দিকে আরও একধাপ এগিয়ে গেলো সৌদি আরবের ক্লাব আল হিলাল। ব্রাজিলিয়ান এই তারকাকে বরণ করে নিতে ইতোমধ্যেই তারা কার্যক্রম শুরু করেছে।  ক্লাব কর্তৃপক্ষ সোমবার (১৪ আগস্ট) আনুষ্ঠানিক চুক্তিপত্রের কাগজপত্র নিয়ে চূড়ান্ত সভায় বসেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

রোমানোর দেয়া তথ্য অনুযায়ী, নেইমার ক্লাবের প্রস্তাব আমলে নিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার ভেতর চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে দুই পক্ষের। সব কিছুই চূড়ান্ত হয়ে গেছে। এখন কেবল চুক্তির কিছু শর্ত পরিস্কার হওয়ার অপেক্ষা। 

বিজ্ঞাপন

জানা গেছে ইতোমধ্যেই নেইমারের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টেস্টের দিনিক্ষণও ঠিক করে রেখেছে ক্লাবটি। 

জানা গেছে দুই বছরের জন্য আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন নেইমার। বিভিন্ন সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী এই দুই বছরে ১৬০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |