ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সৌদি ক্লাবে যোগ দিয়ে যা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ আগস্ট ২০২৩ , ০৫:২৩ পিএম


loading/img

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবে পাড়ি জমালেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের নতুন ঠিকানা মধ্যপ্রাচ্যের দেশটির অন্যতম সেরা ক্লাব আল হিলাল। বার্ষিক ১৫০ মিলিয়ন ইউরো বেতনে ২ বছরের চুক্তিতে সৌদি ক্লাবটিতে নাম লিখিয়েছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

ফরাসি ক্লাব পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরোতে দলবদল সেরেছেন নেইমার। সান্তোস, বার্সেলোনা, পিএসজি অধ্যায় শেষে এবার তার ঠিকানা সৌদি আরবের আল-হিলাল। এরই মধ্যে রিয়াদে গিয়ে ক্লাবটির সাথে চুক্তি স্বাক্ষর থেকে শুরু করে ফটোসেশন ও অন্যান্য কাজটাও সম্পন্ন করেছেন তিনি। 

আল-হিলালকে এশিয়ার অন্যতম সেরা হিসেবেই গণ্য করা হয়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৪ বার শিরোপা জিতেছে এই ক্লাবটি। নিজ দেশের লিগ পর্যায়েও ৮ বার শিরোপা জিতেছে আল-হিলাল। তাই নেইমার নিজেও উচ্ছ্বসিত নতুন এই যাত্রায়। জানালেন, নতুন ইতিহাস গড়তেই এই ক্লাবে যোগ দিচ্ছেন তিনি। 

বিজ্ঞাপন

সৌদি ক্লাবে যোগ দিয়ে নেইমার জানান, ‘ইউরোপে অনেক কিছু অর্জন করেছি, দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু আমি সব সময়ই একজন বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছি, নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি ক্রীড়াজগতে নতুন এক ইতিহাস লেখার জন্য সৌদিতে যাচ্ছি। সৌদি প্রো লিগ কম শক্তিশালী নয়, আর সেখানে অনেক দারুণ ফুটবলাররা খেলছেন।’  

নিজের নতুন ক্লাবের স্তুতিও ঝরলো নেইমারের কণ্ঠে, ‘আল হিলাল অনেক বড় ক্লাব। তাদের দারুণ সব সমর্থক রয়েছে। এশিয়ার মধ্যে এটা সেরা ক্লাব। আমি মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ক্লাবকেই বেছে নিয়েছি। আমি জিততে এবং গোল করতে ভালোবাসি। সৌদি আরবে আল হিলালের হয়েও সেটা অব্যাহত রাখতে চাই।’

ক্যারিয়ারের শেষ দিকে রয়েছেন নেইমার। ব্রাজিলের জার্সিতেও সেরা সময় পার করে এসেছেন। তার ওপর ইনজুরি লেগেই থাকে। কিন্তু তাকে যেভাবে বরণ করে নিলো আল হিলাল সেটাই চমক জাগানো। এরই মাঝে ক্লাবের টুইটারে নিজেকে আল-হিলালি বলেও ঘোষণা দিয়ে রেখেছেন নেইমার।

বিজ্ঞাপন

গণমাধ্যমের খবর অনুযায়ী, সৌদিতে বেতনের বাইরে মোটা অঙ্কের বোনাস থাকছে নেইমারের জন্য। প্রাইভেট জেট, বান্ধবীর সঙ্গে নিজের মত থাকার অনুমতিসহ আরও বেশ কিছু সুবিধা পাচ্ছেন সময়ের অন্যতম সেরা এই তারকা। ইন্সটাগ্রাম বা টুইটারে ক্লাবের হয়ে পোস্ট করলেও থাকবে বোনাস।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |