ইউরোপিয়ান ক্লাব অ্যাস্টন ভিলা ছেড়ে এক বছরের জন্য ধারে কাতারি ক্লাব আল দুহাইলে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ কুটিনহো। বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
এর আগে, গেল বছরে বার্সেলোনা থেকে ধারে প্রিমিয়ার লিগের ক্লাবে এসে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি কুটিনহো। এরপর ১৭ মিলিয়ন পাউন্ডে ভিলার সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করেছিলেন ৩১ বছর বয়সী এই তারকা। কিন্তু গেল মৌসুমে করেছেন মাত্র একটি গোল।
চলতি মৌসুমে দুই ম্যাচে খেলেছেন বদলি হিসেবে। এরপর আগস্টে এভারটনের বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন কুতিনহো। আর এটিই ছিল ভিলার হয়ে তার শেষ ম্যাচ।
প্রিমিয়ার লিগের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পরও আল দুহাইলে যোগ দিতে কোনো বাধা নেই কুটিনহোর। কারণ, আগামী ১৮ সেপ্টেম্বর বন্ধ হচ্ছে কাতারি ট্রান্সফার উইন্ডো।
২০২২ সালের জানুয়ারিতে ভিলাতে প্রাথমিক ভাবে ধারে খেলতে আসেন ব্রাজিলিয়ান এই তারকা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অভিষেকেই গোল করেছিলেন তিনি।দুর্দান্ত পারফরমেন্স দিয়ে বার্সেলোনা থেকে তার ধারের চুক্তিটি পরবর্তীতে স্থায়ী করা হয়। এ পর্যন্ত ভিলার হয়ে ৪৩ ম্যাচে ৬ গোল করেছেন কুটিনহো। ২০১৩-১৮ সাল পর্যন্ত লিভারপুলের হয়ে খেলেছেন সেলেসাওদের এই তারকা। এরপর ২০১৮ সালে ১০০ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় পাড়ি জমান তিনি।