ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বৃষ্টি থামলে পাকিস্তানের টার্গেট যেমন হতে পারে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ , ০৯:২২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চলমান এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য হুট করেই রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ নিয়ে নেটিজেনরা কম সমালোচনা করেনি। শেষ পর্যন্ত বিতর্কিত সেই রিজার্ভ ডে’তেই গড়িয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মহারণ। তবে বৃষ্টির কারণে আবারও ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১১ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রিজার্ভ ডেতে ভারত আগের দিনের ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে। এরপর অনবদ্য ব্যাটিংয়ে জোড়া সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল ও ভিরাট কোহলি। তাদের অবিচ্ছিন্ন জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। রাহুল ১১১ ও কোহলি ১২২ রানে অপরাজিত থাকেন।

এরপর ৩৫৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। প্রথম পাওয়ার প্লের ১০ ওভারের মধ্যেই ওপেনার ইমাম-উল-হক ও অধিনায়ক বাবর আজমের উইকেট হারায় তারা। নতুন করে বৃষ্টি শুরু হওয়ার আগে ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে ম্যান ইন গ্রিনরা।

নিয়ম অনুযায়ী বৃষ্টিতে খেলা যতক্ষণ বন্ধ থাকবে, সেটি অনুযায়ী হিসেব করে কমিয়ে আনা হবে ম্যাচের দৈর্ঘ্য। যদি প্রথম ইনিংসের পুরোটা ভারত ব্যাটিং করার সুযোগ পায় আর দ্বিতীয় ইনিংসে বৃষ্টির আঘাতে খেলা বন্ধ করে দেওয়া লাগে, তাহলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়াবে বৃষ্টি আইনের হিসেবে।

বিজ্ঞাপন

ডার্ক লুইস পদ্ধতি অনুযায়ী, কোনো ম্যাচের ফল পেতে হলে দুই দলকে ন্যূনতম ২০ ওভার ব্যাটিংয়ের সুযোগ দিতে হবে। কিন্তু ভারতের দেওয়া ৩৫৭ রান তাড়ায় বাবর আজমরা এখনও ৯ ওভার ব্যাটিং করতে পারেনি। ফলে এই ম্যাচে যদি কোনোভাবেই মাঠে না নামা সম্ভব হয়, তবে সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বৃষ্টির কারণে যদি পাকিস্তান নূন্যতম ২০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়, তাহলে তাদের সামনে টার্গেট দাঁড়াবে ২০০ রান। খেলা ২২ ওভার হলে ২১৬ রান, ২৫ ওভারের ম্যাচ হলে পাকিস্তানকে করতে হবে ২৩৫ রান আর ৩০ ওভার খেলা হলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়াবে ২৬৭ রান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |