ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

সৌদিতে আজই কি নেইমারের অভিষেক?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ , ০৪:৪৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

গত মাসেই ইউরোপের ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। এশিয়ার অন্যতম সেরা ক্লাব আল হিলালে যোগ দিলেও এখনও ক্লাবটির হয়ে মাঠে নামতে পারেননি তিনি। চোট কাটাতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় মধ্যপ্রাচ্যের দেশটিতে তার যাত্রা এতদিন থমকে ছিল।  

বিজ্ঞাপন

তবে চলতি মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন নেইমার। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে স্বদেশি কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। পরের ম্যাচে পেরুর বিপক্ষে জয়সূচক একমাত্র গোলেও অবদান রেখেছেন তিনি। এরপর গেল বুধবার সৌদিতেও ফিরেছেন সেলেসাও ফরোয়ার্ড। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সৌদি প্রো লিগে আল হিলাল মুখোমুখি হবে আল রিয়াদের। দেশটির রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। ব্রাজিলের হয়ে মাঠে প্রত্যাবর্তন করায় আজই হতে পারে সৌদির ক্লাব ফুটবলে নেইমারের অভিষেক।

ব্রাজিল ও পিএসজির মতো আল হিলালেও ১০ নম্বর জার্সি পরে খেলবেন নেইমার। ক্লাবটির হয়ে এর আগেও ব্রাজিলের বিখ্যাত এক ফুটবলার ১০ নম্বর পরে খেলেছেন। তিনি হলেন ১৯৭০ এর বিশ্বকাপ জয়ী স্কোয়াডের খেলোয়াড় রিভেলিনো। ১৯৭৮ সাল থেকে তিন মৌসুমে রিভেলিনো খেলেন আল হিলালে।

শেষ দুই ম্যাচে দলকে ৪-২-৩-১ ফরমেশনে খেলিয়েছেন আল হিলালের কোচ জর্জ জেসুস। নেইমার এখনও ক্লাবটির হয়ে মাঠে নামেননি। এ সময় আক্রমণভাগ ও মিডফিল্ডে হিলালের হয়ে খেলেছেন রুবেন নাভাস, মিলানকোভিচ সাভিচ, ম্যালকম, আলেকজান্দার মিত্রোভিচ, মোহামেদ কাননো বা সালেম আল দাওসারি।

মিত্রোভিচ, ম্যালকম ও সালেম আলদাওসারি করেছেন চারটি করে গোল। হিলাল কোচ নেইমারকে তবে কোথায় খেলাবেন। ধারণা করা হচ্ছে নেইমার দলে যোগ দিলে দলকে ৪-৩-৩ ফরমেশনে খেলাবেন তিনি। নেইমার খেললে তিনি খেলবেন লেফট উইংয়ে।

৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে আল হিলাল। সবশেষ ম্যাচে করিম বেনজেমার আল ইত্তিহাদের বিপক্ষে হিলাল ম্যাচ জেতে ৪-৩ গোলে। আজ হিলালের প্রতিপক্ষ রিয়াদ আছে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে। ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট দলটির। তাই আজকের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামবে হিলাল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |