• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

বিপিএলের প্লেয়ার ড্রাফট কবে, জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৫

আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেশের ক্রিকেটে একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটি মাঠে গড়াতে এখনও প্রায় চার মাস বাকি। অতীতে নানান সমালোচনা থাকলেও এবার বেশ আগেভাগেই দল গোছাতে শুরু করেছে সব ফ্র্যাঞ্চাইজি।

এবার বিপিএলের সব ফ্র্যাঞ্চাইজির দল গঠনের জন্য প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৪ সেপ্টেম্বর রাজধানীর অভিজাত এক হোটেলে আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। সেদিন দুপুর ১২ টায় শুরু হবে তালিকাভুক্ত খেলোয়াড়দের নিলাম।

বিসিবির তথ্য অনুযায়ী, আগামী বছরের ৬ জানুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিপিএলের দশম আসর। গত আসরের মতো এবারও বিপিএলে অংশ নেবে মোট ৭ টি ফ্র্যাঞ্চাইজি। ইতোমধ্যেই দলগুলোর নামও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

গত আসরে খেলা ৭ ফ্র্যাঞ্চাইজির মধ্যে ৬ দল এবারের আসরে একই নামে থাকছে। তারা হল- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে গত আসরে ঢাকা ডোমিনেটরস নামে খেলা দল এবারের আসরে আর থাকছে না।

গেল মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা দেওয়া হয়েছিল রুপা ফেব্রিকসকে। কিন্তু বিপিএলের আর্থিক নানা শর্ত পূরণ করতে না পারায় ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব ছেড়ে দেয় মালিকপক্ষ। আগামী বছর নতুন মালিকানায় ঢাকা ফ্র্যাঞ্চাইজিটি 'দুর্দান্ত ঢাকা' নামে মাঠে নামবে। আগামী দুই মৌসুমের জন্য ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে নিউটেক্স গ্রুপের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা ছয় হার ঢাকার, জয়ের দেখা পেল সিলেট
খুলনাকে হেসে খেলে হারালো দুর্বার রাজশাহী
হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যে শাস্তি পেলেন তামিম
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো রাজশাহী